শাবির ৩ বিভাগীয় প্রধানের পদত্যাগ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ জন বিভাগীয় প্রধান পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিনের মাধ্যমে রেজিষ্টার বরাবর এ পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাকারী বিভাগীয় প্রধানরা হলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং এন্ড এনভায়রুনমেন্ট সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আখতারুল ইসলাম, ও স্থাপত্য বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো: মুস্তাফিজুর রহমান। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরী পদত্যাগের সত্যতা নিশ্চিত করেছেন। সামাজিক বিজ্ঞান, ভৌত বজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও ব্যবসা প্রশাসন অনুষদের প্রভাষকদের জন্য পদোন্নতিতে সিন্ডিকেটে বিশেষ সংযুক্তি করায় বাতল না করায় তারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
পদত্যাগের কারণ জানতে চাইলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আখতারুল ইসলাম বলেন, অনুষদের শিক্ষকদের অব্যাহত আন্দোলনে বিভাগের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। যার দায়ভার বিভাগীয় প্রধান হিসেবে আমাকেই গ্রহণ করতে হবে। তাই আমরা তিনজন বিভাগীয় প্রধান একমত হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো: সালেহ উদ্দিন ‘ইত্তেফাক’কে বলেন, আমি এখনো পদত্যাগ পত্র পাইনি। পেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নিব।
প্রসঙ্গত ,গত ৩ মে বৃহস্পতিবার শাবির সিন্ডিকেটে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক বিজ্ঞান, ভৌত বজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও ব্যবসা প্রশাসন অনুষদের শিক্ষকদের প্রভাষক থেকে সহকারী শিক্ষক পদে পদোন্নতির বয়সসীমা তিন বছর থেকে আড়াই বছর নির্ধারণ করা হয়। একইসাথে শিক্ষকদের নিজস্ব প্রকাশনা থাকলে দুই বছরে পদোন্নতি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে সিন্ডিকেট। এর প্রতিবাদে ফলিত বিজ্ঞান অনুষদের শিক্ষকরা ২ সপ্তাহ ধরে ধর্মঘট পালন করে আসছেন।
http://new.ittefaq.com.bd/news/view/96811/2012-05-15/73
শাবির ৩ বিভাগীয় প্রধানের পদত্যাগ
লেখক: শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি |
মঙ্গলবার, ১৫ মে ২০১২, ১ জ্যৈষ্ঠ ১৪১৯
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ জন বিভাগীয় প্রধান পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিনের মাধ্যমে রেজিষ্টার বরাবর এ পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাকারী বিভাগীয় প্রধানরা হলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং এন্ড এনভায়রুনমেন্ট সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আখতারুল ইসলাম, ও স্থাপত্য বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো: মুস্তাফিজুর রহমান। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরী পদত্যাগের সত্যতা নিশ্চিত করেছেন। সামাজিক বিজ্ঞান, ভৌত বজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও ব্যবসা প্রশাসন অনুষদের প্রভাষকদের জন্য পদোন্নতিতে সিন্ডিকেটে বিশেষ সংযুক্তি করায় বাতল না করায় তারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
পদত্যাগের কারণ জানতে চাইলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আখতারুল ইসলাম বলেন, অনুষদের শিক্ষকদের অব্যাহত আন্দোলনে বিভাগের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। যার দায়ভার বিভাগীয় প্রধান হিসেবে আমাকেই গ্রহণ করতে হবে। তাই আমরা তিনজন বিভাগীয় প্রধান একমত হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো: সালেহ উদ্দিন ‘ইত্তেফাক’কে বলেন, আমি এখনো পদত্যাগ পত্র পাইনি। পেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নিব।
প্রসঙ্গত ,গত ৩ মে বৃহস্পতিবার শাবির সিন্ডিকেটে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক বিজ্ঞান, ভৌত বজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও ব্যবসা প্রশাসন অনুষদের শিক্ষকদের প্রভাষক থেকে সহকারী শিক্ষক পদে পদোন্নতির বয়সসীমা তিন বছর থেকে আড়াই বছর নির্ধারণ করা হয়। একইসাথে শিক্ষকদের নিজস্ব প্রকাশনা থাকলে দুই বছরে পদোন্নতি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে সিন্ডিকেট। এর প্রতিবাদে ফলিত বিজ্ঞান অনুষদের শিক্ষকরা ২ সপ্তাহ ধরে ধর্মঘট পালন করে আসছেন।
http://new.ittefaq.com.bd/news/view/96811/2012-05-15/73