লেখক: তামিম মজিদ | মঙ্গল, ১৩ সেপ্টেম্বর ২০১১, ২৯ ভাদ্র ১৪১৮
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, উত্তোলন ও বণ্টনের জন্য দেশীয় প্রকৌশলী তৈরী করার লক্ষ্যে দেশে প্রথম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সালে স্কুল অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজির অধীনে পেট্রোলিয়াম এন্ড মাইনিং (খনিজ) ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়।
ভর্তির যোগ্যতা: বিজ্ঞান শাখা থেকে ২০১০ ও ২০১১ সালে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আপনার জিপিএ যদি এসএসসি ও এইচএসসি উভয় মিলে ৭ পয়েন্ট থাকে তাহলে আপনি ভর্তি পরীক্ষার যোগ্য বলে বিবেচিত হবেন। আগামী অক্টোবর-নভেম্বর নাগাদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেয়া হবে। ওয়েবসাইট www.sust.edu লগইন করলে ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন। পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে আসনসংখ্যা ৩০টি। এমসিকিউ পদ্ধতিতে ৭০ নাম্বারের পরীক্ষা নেয়া হয়। বিজ্ঞানের বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন করা হয়। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি করা হয়।
কি পড়ানো হয়: বহির্বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পেট্রোলিয়াম এন্ড মাইনিং (খনিজ) ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এর সাথে সামঞ্জস্য রেখে সিলেবাস প্রণয়ন করা হয়। বিভাগের আওতায় পড়ানো হয় ইনট্রোডাকশন পেট্রোলিয়াম, আর্থ সিস্টেম সায়েন্স, কেমিস্টি ফর পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, পেট্রোলজি এন্ড মিনারেলজি, ফ্লুইড ম্যাকানিক্স্র, সেডিমেন্টারি রক্স এন্ড স্ট্যাটিগ্রাপি, ফ্লুইড পপারটিজ, জিও ম্যাকানিক্স্র জিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনহান্সর্ড ওয়েল রিকভারি, কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, হাজারড্স এন্ড রিকর্স ইন পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, ন্যাচারেল গ্যাস ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিক্স্র এন্ড ম্যানেজমেন্ট, ওয়েল টেস্ট এ্যনালাইছিছ, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, রিজারভার সিমুলেশন, ওয়েল এন্ড গ্যাস প্রোপারটি ইভুলেশন, মাইন এগজামিনেশন এন্ড ইভুলেশনসহ মোট ১৬৫ ক্রেডিটের নানা বিষয়।
ল্যাব সুবিধা: মানসম্পন্ন বিভাগ ও ল্যাব সরঞ্জাম অত্যন্ত দামি হওয়ায় এ বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকৌশল বিভাগের ল্যাব ব্যবহার করে থাকেন। বিভাগে রিজারভার সিমুলেশন ও বেসিক ইঞ্জিনিয়ারিং ল্যাব রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন গ্যাস ফিল্ড, কয়লা খনি ও খনিজ তেলসহ বিভিন্ন ইন্ডাস্ট্রির ল্যাবে ব্যবহারিক কাজ করে থাকেন।
কর্মক্ষেত্র: চাকরির বাজারে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং পাসকৃত শিক্ষার্থীদের বেশ কদর রয়েছে। বাংলাদেশে প্রথম ও একমাত্র পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগটি নতুন সৃষ্টি হওয়ায় অনেক জায়গায় এর কর্মক্ষেত্র রয়েছে। বাপেক্সের অধীনস্থ সকল কোম্পানি, পেট্রোবাংলা, শেভরন, এটোমিক এ্যনারজি কমিশন, গ্যাস ক্ষেত্র, কয়লা ক্ষেত্র, খনিজ তেল ক্ষেত্র ও কঠিন শিলাসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা। এছাড়া এ বিভাগ থেকে পাসকৃত শিক্ষার্থীদের বিদেশে সহজে স্কলারশীপ সুবিধা পাওয়া যায়।
http://new.ittefaq.com.bd/news/view/40258/2011-09-13/21
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন