শুক্রবার, ২২ জুলাই, ২০১১

শাবি ছাত্রদল চুপচাপ

লেখক: শাবি প্রতিনিধি  |  শুক্র, ২২ জুলাই ২০১১, ৭ শ্রাবণ ১৪১৮
অস্তিত্ব সংকটে পড়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। ক্যাম্পাসে নিষ্ক্রিয় হয়ে পড়েছে তাদের কার্যক্রম। দীর্ঘদিন ক্যাম্পাসে তাদের কোন কার্যক্রম দেখা যাচ্ছে না। অভ্যন্তরীণ কোন্দলে বিপর্যস্ত হয়ে পড়েছে শাখা ছাত্রদল।
 ২০১০ সালে গঠিত আহবায়ক কমিটিতে কয়েকজন নিষ্ক্রিয় নেতাকে পদ দেয়ায় সৃষ্টি হয় অভ্যন্তরীণ কোন্দল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এখন দু’ভাগে বিভক্ত। এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন শাখা ছাত্রদলের আহবায়ক সরদার মোহাম্মদ (এসএম ) জাহাঙ্গীর। অপর গ্রুপের নেতৃত্বে আছেন যুগ্ম আহবায়ক সুদীপ জ্যাতি এষ। ক্যাম্পাসের বাইরে আহবায়ক সরদার মোহাম্মদ (এসএম ) জাহাঙ্গীর গ্রুপ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করলেও অপর যুগ্ম আহবায়ক সুদীপ জ্যাতি এষ গ্রুপের কোন কর্মসূচি লক্ষ্য করা যায় না।
বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে। শীঘ্রই নতুন পূর্ণাঙ্গ কমিটি দেয়ার দাবী জানিয়েছেন অধিকাংশ নেতাকর্মী। বিগত কমিটির ৩ জন যুগ্ম আহবায়কের  ছাত্রত্ব শেষ হয়ে গেছে অনেক আগেই। এখন তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন।
তরুণ মেধাবী ছাত্রদল নেতা মাজহারুল হক সরকার বলেন, ছাত্রদলের নেতৃত্বে তরুণদের প্রাধান্য দেয়া উচিত। মেধাবীদের দিয়ে আগামী নতুন কমিটি গঠনের জন্য ছাত্রদল কেন্দ্রীয় কমিটির প্রতি আহবান জানান।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আহবায়ক সরদার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ছাত্রদল ক্যাম্পাসে কর্মসূচি পালন না করার মূল কারণ প্রশাসনের অসহযোগিতা ও ছাত্রলীগের চাপ। আমরা সংগঠিত হচ্ছি। যেকোন সময়  আমরা ক্যাম্পাসে শো-ডাউন দিব।
http://new.ittefaq.com.bd/news/view/30072/2011-07-22/45


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন