লেখক: শাহজালাল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা | সোম, ৮ অগাষ্টu-এ ২০১১, ২৪ শ্রাবণ ১৪১৮
কোন কিছু আবিষ্কারের মূলমন্ত্র হচ্ছে স্বপ্ন দেখা। স্বপ্নই আপনাকে নতুন কিছু আবিষ্কারের দিকে নিয়ে যাবে। আমরা স্বপ্ন দেখেছি এদেশের জন্য-এদেশের মাটির জন্য। ফলে আমরা পাটের জন্ম রহস্য উদ্ভাবন করতে সক্ষম হয়েছি। এক্ষেত্রে আমার ভূমিকা ছিল শুধুমাত্র গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি করা যার বাকি কাজটুকু করেছেন সহকর্মীরা। গতকাল রবিবার সকাল ১১ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের উদ্যোগে মিনি-অডিটরিয়ামে আয়োজিত ‘ফান্ডামেন্টাল সায়েন্স টু এগ্রো/মেডিক্যাল অ্যাপ্লিকেশন: জেনুম ব্যাজেস্ ডিসকবারি প্লাটফর্ম’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বাংলাদেশ জুট জিনোম প্রজেক্টের প্রধান,পাটের জন্ম রহস্যের উদ্ভাবক এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হাওয়াই-এর মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক বিজ্ঞানী ড. মাকসুদুল আলম।
স্কুল অব লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ইয়াসমিন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহউদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াসউদ্দীন বিশ্বাস, বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মো. কামালউদ্দিন ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল প্রমুখ।
http://new.ittefaq.com.bd/news/view/33990/2011-08-08/45
কোন কিছু আবিষ্কারের মূলমন্ত্র হচ্ছে স্বপ্ন দেখা। স্বপ্নই আপনাকে নতুন কিছু আবিষ্কারের দিকে নিয়ে যাবে। আমরা স্বপ্ন দেখেছি এদেশের জন্য-এদেশের মাটির জন্য। ফলে আমরা পাটের জন্ম রহস্য উদ্ভাবন করতে সক্ষম হয়েছি। এক্ষেত্রে আমার ভূমিকা ছিল শুধুমাত্র গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি করা যার বাকি কাজটুকু করেছেন সহকর্মীরা। গতকাল রবিবার সকাল ১১ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের উদ্যোগে মিনি-অডিটরিয়ামে আয়োজিত ‘ফান্ডামেন্টাল সায়েন্স টু এগ্রো/মেডিক্যাল অ্যাপ্লিকেশন: জেনুম ব্যাজেস্ ডিসকবারি প্লাটফর্ম’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বাংলাদেশ জুট জিনোম প্রজেক্টের প্রধান,পাটের জন্ম রহস্যের উদ্ভাবক এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হাওয়াই-এর মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক বিজ্ঞানী ড. মাকসুদুল আলম।
স্কুল অব লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ইয়াসমিন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহউদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াসউদ্দীন বিশ্বাস, বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মো. কামালউদ্দিন ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল প্রমুখ।
http://new.ittefaq.com.bd/news/view/33990/2011-08-08/45
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন