সোমবার, ৮ আগস্ট, ২০১১

শাবির শাহপরাণ হলে চরম পানি সংকট

Posted by - bangladeshbarta.com | Publish Date -অগাষ্ট ৭, ২০১১ Categories - শিক্ষাঙ্গন
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলে চরম পানি সংকট বিরাজ করছে। পাইপলাইন সংস্কারের অভাবে পানি সমস্যা প্রকট আকার ধারণ করেছে। হলের ব্লক গুলোতে প্রায়ই পানি পাওয়া যায় না। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শাহপরাণ হলের আবাসিক শিক্ষার্থীদের। পানি সমস্যা সমাধানে হল অফিসে একাধিকবার অভিযোগ দিয়েও কাজ হয়নি বলে শিক্ষার্থীদের অভিযোগ। হল কর্তৃপক্ষের  উদাসীনতাকেই দায়ী করেছেন শিক্ষার্থীরা।
আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, এ ব্লকের দ্বিতীয় তলায় পানি আসে না বললেই চলে। পানির একটি টেপেও ভালো ভাবে পানি আসে না। আর বাকী টেপ  ছাড়লে তো পানির অস্থিত্ব খুজেঁ পাওয়া যায়  না। ওজু, গোসল ও প্রয়োজনীয় কাজ সারতে  শিক্ষার্থীদের চরম ভোগান্তি হয়। শুধু এ ব্লকে নয় হলের বাকী তিনটি  ব্লকের পানির অবস্থা একই। তা ছাড়া হলের পানিতে আয়রন মারাত্মক আকার ধারণ করেছে। পানির  ট্যাংক নিয়মিত পরিস্কার না করায় টেপ থেকে লাল নোংরা  পানি আসে। পানি খাওয়ার অযোগ্য পড়েছে। তবুও  বাধ্য হয়েই শিক্ষার্থীদেরকে এসব নোংরা পানি খেতে হয়। এছাড়া বাথরুম ও  বেসিন গুলোর অবস্থা খুবই খারাপ। এ গুলো সপ্তাহে ২/৩ বার পরিস্কার করার কথা থাকলেও একমাসেও একবার পরিস্কার করা হয় না। সুইপার হাসানসহ অনেকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগের শেষ নেই।  সংশ্লিষ্ট সুইপাররা মাসে কাজ না করেই বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত বেতন নিচ্ছেন। এসব সুইপাররা কাজ না করে প্রতিদিন হলের সামনে বসে রাজনীতিসহ নানা বিষয়ে আড্ডা দিয়ে থাকে।
শাহপরাণ হলের আবাসিক ছাত্র আতিক অভিযোগ করে বলেন, গোসল করতে গেলে অর্ধেক শরীর ভেজা পরে আর পানি মিলে না। পানি সমস্যার জন্য হল অফিসে অভিযোগ দিয়েও কোন সুফল মিলে না। হল সুপারকে বারবার বলার পরেও তিনি সমস্যা সমাধানে কোন উদ্দ্যোগ নিচ্ছেন না।
সংশ্লিষ্ট কর্মচারী রফিকুল ইসলাম জানান, পানি সমস্যার মূল কারণ পাইপলাইন। যেখানে দেড় ইঞ্চি পাইপ থাকার কথা সেখানে আছে হাফ ইঞ্চি পাইপ। পানির স্থায়ী সমাধান করতে হলে দেড় ইঞ্চি পাইপ লাগাতে হবে। তাহলে এ সমস্যা কমে আসবে। পাইপ ও মালের অভাবে তিনি কাজ করতে পারছেন না।
হল সুপার আমিরুল হক চৌধুরী বলেন, আজকে মালামাল কিনে দিয়েছি। শীগ্রই কাজ শুরু করা হবে।
http://bangladeshbarta.com/2011/08/07/%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%B0%E0%A6%AE-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8/ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন