মঙ্গলবার, ২ আগস্ট, ২০১১

জীবন বাচাঁনোর নাটক ‘ভাবমূর্তি’ : শাবি ছাত্র লতিফ কে বাচাঁতে হাত বাড়ান

তামিম মজিদ,শাবি
সিলেটনিউজ২৪.কম 



দরিদ্র পরিবারের ছেলে লতিফ ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতেন লেখাপড়া করে অনেক বড় হবেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। বিসিএস অফিসার হবেন।
শাবি’র পরিসংখান বিভাগের ছাত্র লতিফের সেসব স্বপ্ন আজ দূরারোগ্য ক্যান্সারের ( এডিনোকারসিনোমা) কাছে আক্রান্ত। অর্থের অভাবে তার জীবন প্রদীপ এখন নিভু নিভু।
মাদারীপুরের ছেলে আব্দুল লতিফ। পাচঁ বছর বয়সেই তার বাবাকে হারায়। পরিবারের একমাত্র ছেলে। বাধ্য হয়েই মা পরিবারের হাল ধরেন ।  অনেক কষ্ট করে মা তার ২ বোন ও তাকে লালন পালন করে বড় করেন। বাবা যেহেতু নেই পরিবারে আর্থিক টানাপোড়েন  লেগেই থাকত।
গ্রামের স্কুলে  প্রাইমারি পাশ করার পর  লতিফ যখন হাই স্কুলে ভর্তি হন তখন থেকেই তাকে অনেক সংগ্রাম করে পড়ালেখা করতে হয়েছে। স্কুল জীবনেই টিউশনি করে  লেখাপড়ার খরচ চালাতে হয়েছে। পাশাপাশি পরিবার চালানোর জন্য মাঝে মধ্যে মাকে সাহায্য করতেন। প্রখর মেধার অধিকারী ছিলেন ছোট বেলা থেকেই। ২০০১ সালে এসএসসি সাফল্যের সাথে উত্তির্ণ হন।
এইচএসিতে ভর্তি হন স্থানীয় কলেজে। এইচএসিতে এ’প্লাস পেয়ে উত্তির্ণ হন। মেধাবী ছাত্র থাকায় তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

অদম্য মেধার অধিকারী লতিফ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে অংশ নেন। হাজার হাজার শিক্ষার্থীর সাথে ভর্তি যুদ্ধে অংশ গ্রহণ করে  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তির্ণ হন। ২০০৩-০৪ শিক্ষাবর্ষে ভর্তি হন পরিসংখান বিভাগে।
 সে এখন মাস্টার্স ২য় সেমিস্টারের ছাত্র। টিউশনি করে পরিবার ও  নিজের লেখাপড়ার খরচ চালাতেন। পরিবারের একমাত্র অর্থ উপার্জনকারী টাকার অভাবে তার জীবন হার মেনে যেতে বসেছে। মরণ ব্যাধি ক্যান্সারের কাছে তার লালিত স্বপ্নে এখন কালো মেঘের ছায়া।
‘মানুষ মানুষের জন্য--জীবন জীবনের জন্য’ এই দায়বদ্ধতার টানে লতিফের সাহায্যে এগিয়ে এসেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন থিয়েটার সাস্ট। লতিফের জীবন বাচাঁনোর জন্য আয়োজন করেছে নাটক ‘ভাবমূর্তি’। নাটকের টিকেটের সমুদয় অর্থ তার চিকিৎস্বার্থে পরিবারের কাছে দেয়া হয়। গতমঙ্গলবার   বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোডিরয়ামে সন্ধ্যা ৭টায় নাটক ‘ভাবমূর্তি’ প্রদর্শন করা হয়। লতিফের টানে উক্ত প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ছিল উপচে পড়া ভিড় ।
লতিফ এখন মহাখালী ক্যান্সার  হাসপাতালে ডাঃ সাঈদা আক্তারের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতা মহাত্মা গান্ধী ক্যান্সার রিসার্চ ইনষ্টিটিউটে নেয়া হচেছ। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সমাজের বিত্তশালীদের আর্থিক সহায়তাই মেধাবী  লতিফের জীবন ফিরে পেতে পারেন।  লতিফকে সাহায্য পাঠানোর ঠিকানা ,হিসাব নং ১১৮-১০১-১৭৮০৭৩ ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড।
http://www.sylhetnews24.com/detailsnews.php?sn24id=299a23a2291e2126b91d54f3601ec162&sl=201108021060

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন