সোমবার, ৮ আগস্ট, ২০১১

শাবির সেন্ট্রাল অডিটোরিয়াম ও হলের উদ্ভোধন ১৩ আগস্ট

Posted by - bangladeshbarta.com | Publish Date -অগাষ্ট ৮, ২০১১ Categories - শিক্ষাঙ্গন
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঃ  
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে  নির্মিত বৃহত্তর সিলেটের সবচেয়ে বড় ও দৃষ্টিনন্দন মিলনায়তন সেন্ট্রাল অডিটোরিয়াম উদ্ভোধন করা হবে আগামী ১৩ আগস্ট। একই দিন বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত সৈয়দ মুজতবা আলী হলের একটি ব্লকের (একাংশ) উদ্ভোধন করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  নবনির্মিত ভবন গুলোর উদ্ভোধন করবেন। আজ সোমবার উপাচার্যের সম্মেলন কক্ষে  প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাস।  এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ সালেহ উদ্দিন, শাহপরাণ হলের প্রাধ্যক্ষ সৈয়দ হাসানুজ্জামান শ্যামল, সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিয়াজ আহমেদ, ১ম ছাত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী ও রেজিস্টার মুহাম্মদ ইশফাকুল হোসেন প্রমূখ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নবনির্মিত সৈয়দ মুজতবা আলী হলের ‘৩য় ছাত্র হল’  একটি ব্লকে  আপাতত ৭০ জন ছাত্র আবাসন সুবিধা পাবেন। পর্যায়ক্রমে হলের বাকী ব্লক গুলোর কাজ সম্পন্ন করা হবে। আর ১২শ আসন বিশিষ্ট সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণে আসবাবপত্রসহ মোট ব্যয় হয়েছে ১২ লক্ষ ৮০ হাজার টাকা। এটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। সেন্টাল অডিটোরিয়াম বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্টানের জন্য ভাড়া দেয়া হবে। এজন্য বিশ্ববিদ্যালয়কে নির্দিষ্ট ফি দিতে হবে। উদ্ভোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট সিটি কর্পোরেশনের  মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান, সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস, ইমরান আহমদ, শফিকুর রহমান ও সৈয়দা জেবুন্নেসা হক প্রমূখ।
http://bangladeshbarta.com/2011/08/08/%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%85%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন